• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মানহীন মেডিকেল সামগ্রী বিক্রি, ১৫ লাখ টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০  

অনুমোদনহীন ও মানহীন মেডিকেল সামগ্রী বিক্রির দায়ে রাজধানীর তোপখানা রোডের গফুর টাওয়ারে ১৪ প্রতিষ্ঠানকে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালায় র‍্যাব। অভিযানে বিএমএ ভবনের পাশের গফুর টাওয়ারের দ্বিতীয় তলা থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন পালস অক্সিমিটার ও এন-৯৫ মাস্ক উদ্ধার করা হয়।

দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় ওষুধ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পলাশ বসু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি। এখানে এসে অনুমোদনহীন, অবৈধ ও মানহীন মেডিকেল সামগ্রী পাওয়া যায়। তাই দোকানগুলোকে জরিমানা করা হয়। করোনাকে কেন্দ্র করে কেউ যদি অসাধু উপায়ে ব্যবসা করে তাদের ছাড় দেয়া হবে না।