• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মানসিক সমস্যায় ভুগছে দেশের ১৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৯  

দেশে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ১৭ শতাংশ মানসিক সমস্যায় ভুগছে। আক্রান্তদের ৯২ ভাগ কোনও চিকিৎসা নেয় না। ‘জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কনভেনশন হলে জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এতে প্রধান অতিথি ছিলেন।জরিপের তথ্য তুলে ধরে বলা হয়, শিশুদের ৭ থেকে ১৭ বছর বয়সী ১৪ শতাংশের মানসিক সমস্যা আছে। তাদের ৯৫ শতাংশ চিকিৎসা নেয় না।

এর আগে ২০০৩-২০০৫ সালে সর্বশেষ মানসিক স্বাস্থ্য জরিপ পরিচালিত হয়েছিল। ওই জরিপের তুলনায় বর্তমানে মানসিক সমস্যা বেড়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।