• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরের বাসিন্দারা পেল বিশেষ ওএমএস কার্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ মে ২০২০  

 

মাদারীপুর পৌরসভার অধীনে ৯টি ওয়ার্ডের মধ্যে  ৪, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের অসহায় জনগণের মাঝে বিশেষ ওএমএস কার্ড বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় চারটি এলাকার বিভিন্ন স্থানে গিয়ে এ ওএমএসের কার্ড অসহায় মানুষের হাতে তুলে দেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ।
এই চারটি ওয়ার্ডের কার্ডধারী ১০ হাজার মানুষ প্রতি মাসে  ১০ টাকা কেজি দরে চলতি মাসে ১০ কেজি এবং আগামী মাসে ২০ কেজি চাল পাবেন। স্বল্পমূল্যে সরকারের এ চাল কিনতে পেরে খুশি অসহায় মানুষেরা। 
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, মাদারীপুর পৌর এলাকায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সাহায্য বিশেষ ওএমএস কার্ড ধারাবাহিক ভাবে প্রদানের অংশ হিসেবে আজ পৌরসভার ৪, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের অসহায় জনগণের মাঝে কার্ড বিতরণ করি। এই কার্ডধারীরা ১০ টাকা কেজি দরে চলতি মাসে ১০ কেজি এবং আগামী মাসে ২০ কেজি চাল পাবেন। এই কার্যক্রম করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।