• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরের শিবচরে ভোগান্তি ছাড়াই ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯  


মাদারীপুরের শিবচর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় থেকেই ড্রাইভিং লাইসেন্স কারার আবেদন ফরম গ্রহণ ও পূরণকৃত আবেদ ফরমটি  উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে কোন প্রকার ভোগান্তি ছাড়াই জমা দিয়ে  ড্রাইভিং লাইসেন্স করতে পারেন শিবচর বাসি। তবে এই সেবার কার্যক্রম  আগামী জানুয়ারী থেকে শুরু হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। 
১৯ ডিসেম্বর মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: লুৎফুন নাহার নাজীম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়। জনগনের দৌরগোড়ায় সেবা পৌছে দেবার লক্ষ্যে চলতি মাস থেকেই বিআরটিএ‘র অধীনে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উদ্দেশ্যে আবেদনকারীরা ড্রাইভিং লাইসেন্স এর পূর্ববতী ধাপ শিক্ষানবীশ  ড্রাইভিং লাইসেন্স (লানার ড্রাইভিং লাইসেন্স) জন্য  আবেদন ফরম গ্রহণ ও  পূরণকৃত আবেদন ফরমটি শিবচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিতে পারবেন।
এবষিয়ে ২২ ডিসেম্বর শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসাদুজ্জামান জানান, ‘ মাসিক আইন শৃঙ্খলা মিটিং-এ  জেলা প্রশাসক স্যারের নিটকটে ড্রাইভিং লাইসেন্স এর  বিষয়টি আমি তুলে ধরি। এবং আইন শৃঙ্খলা  সভার সিদ্ধান্তেই  বিআরটিএ‘র অধীনে লাইসেন্স করার আগ্রহীরা  শিবচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে থেকে ফরম গ্রহণ ও জমা  দিতে পারবেন উল্লেখ্য করে । একটি বিজ্ঞপ্তি আদেশ প্রদান করেন। তবে আমাদের এই  সেবা কার্যক্রম আগামী  জানুয়ারী মাস থেকে শুরু হবে।‘