• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরের রাজৈরে চারশ কেজি পোনা মাছ অবমুক্ত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার সরকারি ২৩ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় ৪'শ কেজি পোনা মাছ অবমুক্ত করনের লক্ষে বুধবার দুপুরে রাজৈর উপজেলার চত্তরের পুকুরে এই পোনা মাছ অবমুক্ত করা হয়। ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজৈর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে পোনা মাছ অবমুক্ত করা হয়।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহান নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মৎস অধিদপÍরের উপ-পরিচালক সৈয়দ মোঃ আলমগীর, ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তর সিনিয়র সহকারী পরিচালক কৃষ্ণেন্দু সাহা, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, রাজৈর উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক প্রমুখ।

এ সময় ঢাকা বিভাগের মৎস অধিদপÍরের উপ-পরিচালক সৈয়দ মোঃ আলমগীর বলেন, প্রতি বছর এই পোনা মাছ অবমুক্ত করা হয়। আমাদের লক্ষ দেশে যেন আমিষের কোন অভাব না হয়। আমাদের একটি সু-সংবাদ আছে সেটা হলো আমারা বিশে^র মধ্যে মাছে ভাল একটা স্থানে এসেছি। আগামীতে আমরা বিদেশে সকল প্রকার মাছ রপ্তানী করতে পারাবো।