• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুর্নবাসনের মাধ্যমে ভিক্ষুকমুক্ত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

পুর্নবাসনের মধ্য দিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলা ভিক্ষুকমুক্ত করা হয়েছে। এ সময় তালিকাভুক্ত ৭০জন ভিক্ষুকে ১৫ হাজার করে টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়। শনিবার দুপুরে উপজেলা আসমত আলী খান মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুর্নবাসন নিশ্চিত করা হয়।

অনুষ্ঠানে রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরিনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান খান, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী, বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে তার বক্তব্যে  বলেন, ‘সরকারি কর্মচারিদের একদিনের বেতন নিয়ে ভিক্ষুক পুর্নবাসনের তহবীল গঠন করে সেই টাকা দিয়ে ভিক্ষুক পুর্নবাসন করা হয়েছে। শুধু তাই-ই নয়, যার জায়গা আছে ঘর নেই তাদের ঘর এবং যাদের জায়গা ও ঘর নেই তাদেরকে খাস জায়গায় গুচ্ছগ্রাম নির্মান করে ঘর বরাদ্দ দিয়ে পর্নবাসন করা হবে। পাশাপাশি তাদেরকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন হলে সহজ শর্তে ঋৃন দেয়া হবে।’
মো. ওয়াহিদুল ইসলাম আরো বলেন, ‘পর্যায় ক্রমে আগামীতে আরো তিনটি উপজেলা ভিক্ষুকমুক্ত করা হবে। আশা করছি আগামী বছরের মধ্যে পুরো জেলা ভিক্ষুকমুক্ত হয়ে যাবে। বর্তমান সরকারের উন্নয়ন আর মেগা মেগা সব প্রকল্পের মাধ্যে অসহায় গরিব পরিবারকে আরো স¦চ্ছল ভাবে গড়ে তোলার কাজ করা হবে।’

বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা সরকারের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এ দেশে আর কেউ গরিব থাকবে না। সবাই স্বাবলম্বী হলেই আমরা উন্নত দেশের তালিকায় ধাবিত হবো। আমাদের উন্নয়ন যাত্রাকে ধরে রাখতে হলে আমামীতে আবারো শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। এ সময় তিনি সবাইকে নৌকায় ভোট দিতে অনুরোধ জানায়।

রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরিন বলেন, ‘সরকারের পক্ষ থেকে অসহায় অচ্ছল পরিবারকে ঘর ও জায়গা দেয়া হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন আর টার্গেট নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কেননা আমরা এখন মধ্যম উন্নয়নশীল দেশের তালিকায় চলে এসেছি।’
অনুষ্ঠান শেষে ৭০ জন পুর্নবাসিত ভিক্ষুক ভিক্ষার ঝুলি হাতে নিয়ে গ্রাম ও শহরের ঘুরে ভিক্ষা করবে না বলে অঙ্গিকার করেন।