• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ২৬ টাকা মূল্যে আমন ধান ক্রয় শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  


মাদারীপুরে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২৬টাকা মূল্যে আমন ধান ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে শহরের ইটেরপুল খাদ্য গুদাম কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। 
জেলায় এবার কৃষকদের কাছ থেকে দুই হাজার তিনশ’ ৪ মেট্টিক টন ধান ক্রয় করবে খাদ্য অফিস। প্রত্যেক কৃষক তিনটি বস্তায় একশ’ ২ কেজি করে সর্বোচ্চ ৩ হাজার কেজি ধান গুদামে সরবরাহ করতে পারবেন। তবে, কৃষকদের দাবি সিন্ডিকেট নয় সরাসরি খাদ্য অফিস নায্য মূল্যে ধান ক্রয় করলে ধানের প্রকৃত দাম পাবেন তারা।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, কোন অবস্থায়ে সিন্ডিকেটের হাতে এই ধান ক্রয়-বিক্রয় হতে দেয়া যাবে। এ ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসন আলাদাভাবে মনিটরিং করবে। প্রান্তিক কৃষকরা ধানের নায্য দাম পান সেই বিষয় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা মো. সেফাউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুউদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেনসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।