• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ২ শতাধিক হতদরিদ্র পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর দেয়া বসতঘর পেলো মাদারীপুরের ২ শতাধিক হতদরিদ্র পরিবার। হতদরিদ্র পরিবারগুলো প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে বসতঘর পেয়ে আনন্দিত। মাথা গোঁজার ঠাই পেয়ে চিন্তামুক্ত এ পরিবারগুলো।

প্রকল্পে দুর্নীতি ঠেকাতে ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই উপজেলা প্রশাসন নিজেরাই উদ্যোগ নিয়ে নির্মাণ করে দেয় ঘরগুলো। পর্যায়ক্রমে জেলার সব হতদরিদ্রকে প্রধানমন্ত্রীর এ উপহার দেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান।

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ খান। পরিবারে স্ত্রী ও ৫ মেয়ে নিয়ে বসবাস তার। প্রতিবন্ধী এই হতদরিদ্রকে নির্মাণ করে দেওয়া হয়েছে আধাপাকা একতলা একটি বসতঘর। সঙ্গে রয়েছে রান্নাঘর ও সৌরবিদ্যুৎ সংযোগ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার চারটি উপজেলার ২ শত ১২ টি হতদরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর দেয়া বসতঘর পেয়েছেন। প্রতিটি ঘর তৈরিতে ব্যয় হয়েছে ২ লাখ ৯৮ হাজার টাকা। সঠিকভাবে যাচাইবাছাই শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই উপজেলা প্রশাসন নির্মাণ করে দিয়েছে ঘরগুলো।

মুজিববর্ষ উপলক্ষে জেলার সব হতদরিদ্রদের একসঙ্গে রাখার জন্য ‘বঙ্গবন্ধুপল্লী’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুদ্দিন গিয়াস জানান,'প্রশাসন উদ্যোগী হয়ে সকল ঘর নির্মান করে দিয়েছে। হতদরিদ্ররা ঘর পেয়ে ভীষণ আনন্দিত হয়েছে। তারা এখন মাথা গোঁজার জায়গা পেয়ে আশ্বস্ত হয়েছে।'