• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে হতদরিদ্রের মাঝে খাদ্য সহায়তায় শাজাহান খান এমপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে হতদরিদ্র অসহায় ও শ্রমজীবী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুরে ৮ শতাধিক অসহায় পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।
সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে অসহায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলুসহ সাবান দেয়া হয়েছে। করোনার দিনে এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষ।
এ সময় শাজাহান খান প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করেন। এছাড়া বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা ও নিয়মিতভাবে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান জানান তিনি।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, ‘সরকারের পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ রয়েছে। বাংলাদেশের কেউ না খেয়ে থাকবে না। আপনারা ঘরে থাকুন। করোনাকে প্রতিরোধ করতে সরকারের দেয়া নিয়মকানুন মেনে চলুন। নিয়ম মেনে চললে আমাদের দেশ থেকে অচিরেই করোনা মুক্ত বাংলাদেশ হবে।’
এমপি শাজাহান খান আরো বলেন, ‘অসহায় হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে সরকার। প্রত্যেক এলাকার এসব দরিদ্র মানুষের তালিকা তৈরী করে ত্রাণ দেয়া হচ্ছে। ভয়ের কিছুই নেই, করোনা ভাইরাস মোকাবেলায় দেশে খাদ্যের কোন সংকট হবেনা। সবাইকে সরকারি বিধি মেনে চলতে হবে, এতেই করোনা ভাইরাস থেকে মুক্তি মিলবে।’