• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তীতে পুরস্কার বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তীতে প্রতিযোগিতায় অংশ নেয়া ক্ষুদে শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মাদারীপুর পৌরসভা প্রাঙ্গনে এই পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান।

স্বাধীনতার ৫০ বছরে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে মাদারীপুর পৌরসভা। একই সাথে কবিতা-ছড়া, নৃত্য ও চিত্রাংকন, যেমন খুশি তেমন সাজো ও সংগীতের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৬ থেকে ১৫ বছর বয়সী ৫ শতাধিক ক্ষুদে শিল্পী অংশ নেয়। পরে তাদের মধ্যে থেকে বাছাই করে দুই শতাধিক শিক্ষার্থীকে এই পুরস্কার দেয়া হয়।

পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইরসাদ মোর্শেদ উজ্জ্বল, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মো. শহীদসহ সমাজের বিভিন্ন স্থরের মানুষ উপস্থিত ছিলেন।