• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বইমেলা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  


মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে শুক্রবার থেকে চারদিন ব্যাপী শুরু হচ্ছে বইমেলা ও সাহিত্য উৎসব। মাদারীপুর বইমেলা উদ্যাপন পরিষদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় শহরের শকুনি লেকের শহীদ কানন চত্বরে এই বইমেলা ও সাহিত্য উৎসবের উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য এ বছর মাদারীপুর বইমেলা সম্মাননা পুরস্কার পাচ্ছেন ডা. আব্দুল বারি। এছাড়া মহাকবি আলাওল পুরস্কার পাচ্ছেন তরুণ কথাসাহিত্যিক সৌম সরকার। বইমেলায় প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ১১টি স্টলে মাদারীপুরের ৩টি প্রকাশনালয়সহ ঢাকার থেকে প্রকাশিত হওয়া ৭টি প্রকাশনালয় থেকে প্রকাশিত লেখদের বই পাওয়া যাবে। 
মাদারীপুর বইমেলা উদ্যাপন পরিষদের সদস্য সচিব মাসুদ সুমন প্রথম আলোকে বলেন, ‘মাদারীপুরে এই নিয়ে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হচ্ছে বইমেলা ও সাহিত্য উৎসব। এখানে জেলা ও জেলার বাহিরে বিভিন্ন লেখদের বই পাওয়া যাবে। এছাড়া বইমেলায় লেখক ও কবিদের লেখা পাঠ ও আবৃত্তির পাশাপাশি সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
তরুণ কবি ও গল্পকার রিপনচন্দ্র মল্লিক বলেন, ‘সাহিত্যের বই পাঠ করলে মানুষের বোধ ও চিন্তা চেতনা উন্নত হয়। মানুষ আরো বেশি সুনাগরিক হয়ে ওঠে। আমি প্রত্যাশা করছি, মাদারীপুর বইমেলা মাদারীপুরের শিশু কিশোরদের বই কেনা ও পড়ার আকর্ষণ তৈরী করে, পরিচ্ছন্ন চিন্তার শুদ্ধ মানুষ হতে সাহায্য করবে।’