• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে মাসব্যাপী গ্রামীণ সড়ক সংস্কার কাজ শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ অক্টোবর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরে মাসব্যাপী গ্রামীণ সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বিদ্যাবাগিস এলাকার খোয়াজপুর-খাসেরহাট সড়কটি সংস্কারের মধ্যে দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

মুজিববর্ষ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্ত্বাবধানে সারাদেশে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য চলতি অক্টোবর এবং আগামী বছরের মার্চকে রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় মাদারীপুরের চারটি উপজেলায় মাসব্যাপী গ্রামীণ সড়ক সংস্কার কাজ শুরু করা হয়েছে।