• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে মাদক সম্রাট খ্যাত আনিচ হাওলাদার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। সোমবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। সাজাপ্রাপ্ত আনিচ সদর উপজেলার চরমুগরিয়া নয়াচর এলাকার মৌজ আলী হাওলাদারের ছেলে।

মামলার বিবরণী সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২১ মে চরমুগরিয়া খাদ্যগুদাম থেকে ৫০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১৫ হাজার ৫০০ টাকাসহ আনিচ হাওলাদার এবং যশোরের হানিফ মোড়লের ছেলে এমদাদুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করে সদর থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ। গ্রেপ্তারের একদিন পরে এসআই সুলতান মাহমুদ বাদী হয়ে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দায়রা ৯২/২০১০ মাদক মামলায় দীর্ঘদিন স্বাক্ষী প্রমাণ শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা সোমবার দুপুরে আসামি আনিচ হাওলাদারকে যাবজ্জীবন কারাদন্ড এবং সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। রায়ে অপর আসামি এমদাদুল ইসলামের কোন দোষ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, মাদারীপুরের প্রখ্যাত মাদক সম্রাট খ্যাত আনিচ হাওলাদার। তার কাছ থেকে ২০১০ সালে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছিল। সেই মামলায় সোমবার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক নিতাই চন্দ্র সাহা আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। অপর আসামির কোন দোষ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেন।’

এ সম্পর্কে আদালত পুলিশের পরিদর্শক রমেশ কুমার দাস বলেন, ‘রায় ঘোষণার সময় আসামি আনিচ হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’