• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  


মাদারীপুরে মাদক মামলায় মনির হোসেন (৩৭) নামে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই দন্ডাদেশ প্রদান করেন। এ মামলায় দোষ প্রমাণ না হওয়ায় জাকির হোসেন (৪৫) ও হেমায়েত মাতুব্বর (৪৭) নামে দুইজনকে খালাস দেন বিচারক। 
সাজাপ্রাপ্ত মনির হোসেন সদর উপজেলার আদিত্যপুর গ্রামের মৃত লালচাঁন মুন্সীর ছেলে। মনির জামিনে মুক্তির পর থেকেই পলাতক রয়েছেন। 
মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১২ আগস্ট মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আদিত্যপুর গ্রামে অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৫০ গ্রাম হিরোইনসহ মনির, জাকির ও হেমায়েত নামে তিনজনকে আটক করা হয়। পরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মনিরকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে অনাদায়ে আরো একবছরের সাজা দেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেয়া দেয় আদালত। 
মাদারীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদ- দেন আদালত। বাকি দুইজনকে খালাস প্রদান করেন।’