• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

মাদারীপুরে ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ ‌‌"ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় ভোটার দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। সোমবার সকালে শহরের স্বাধীনতা অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলার নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব শেখ মুজিবুর রহমান।
এ সময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট ওবায়দুর রহমান খান, সদর উপজেলার নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস, মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম প্রমুুুখ।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থী,  সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা নির্বাচন অফিস এর আয়োজন করে।