• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় মাদারীপুরে আগামী শনিবার ১১ জানুয়ারী  সকল শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো: সফিকুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়। এ ভিটামিন শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি ভালো রাখে ও শিশুমৃত্যুর হার কমায়। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২ - ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার (১১ জানুয়ারী) মাদারীপুর জেলার ৪ টি উপজেলায় ১৫০৪ টি কেন্দ্রে ভিটামিন এ  খাওয়ানো হবে। এতে ৩০৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।