• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে বিশ্ব হাত ধোয়া ও সাদাছড়ি দিবস পালিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

মাদারীপুুর প্রতিনিধিঃ মাদারীপুরে বিশ্ব হাত ধোয়া, ও সাদাছড়ি দিবস পালিত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা প্রশাসণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের , জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসক ড.রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আ.লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাদাছড়ি দিবস উপলক্ষে বলেন, অন্ধদের নিন্দা করা যাবে না, তারাও আমাদের কারো ভাই কারো বোন, কারো সন্তান।'

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বলেন, 'হাত ধোয়ার কারনে কিন্তু আমরা অনেক রোগ থেকে রক্ষা পেয়েছি। তাছাড়া করোনার জন্য ঘন ঘন হাত ধোয়া আগের চেয়ে বেড়েছে। আমরা শুধু কেন খাবারের পরে সাবান দিয়ে হাত ধোবো'' উচিত হলো খাবারের আগেই সাবান দিয়ে হাত ধোয়া ' এতে সকল প্রকার রোগ থেকে দুরে থাকতে পারবো।'

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকারের তত্ববধানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামসহ জেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এর আগে একই স্থানে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ প্রশিক্ষণ ও সাদাছড়ি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।