• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে বিনামূল্যে সবজি পেলো সাড়ে ১ হাজার ৪০০ পরিবার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ মে ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে হতদরিদ্র ও অসহায় সাড়ে ১৪শ’ পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের এআর হাওলাদার জুটমিল মাঠে সবজি বিতরণ করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাদারীপুরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, জেলা প্রশাসনের কার্যালয়ের এনসিডি মো. আনোয়ার হোসেনসহ অনেকেই।
সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে একটি করে লাউ, কুমড়া এবং এক কেজি করে পোটল, করলা, কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের সবজি দেয়া হয়। বিনামূল্যে এসব সবজি পেয়ে খুশি হতদরিদ্র ও দিনমজুর মানুষ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাদারীপুরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘মাদারীপুর জেলায় সবজি উৎপাদন খুবই ভালো। এখানে সব ধরণের সবজি উৎপাদন করা যায়। করোনা মোকাবেলায় অসহায় মানুষের কথা বিবেচনায় নিয়েই আমরা বিনামূল্যে ১ হাজার ৪০০টি পরিবারকে সবজি দিয়েছি। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় আমাদের এক কর্যক্রম অব্যাহত থাকবে।’