• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদক বিরোধী ক্যাম্পাইন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বাল্য বিয়ে, ইভটিজিং ও মাদক বিরোধী ক্যাম্পাইন সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আছমত আলী খান মিলনায়তনে অনুষ্ঠিত ক্যাম্পাইনে সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস। প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, মাদারীপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মাহমুদা আক্তার কণা প্রমুখ।

সদর উপজেলার বিভিন্ন কাজী, মসজিদের ঈমাম, গ্রাম্য পুলিশ, মহিলা মেম্বর, বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষকসহ নানা পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও মঙ্গলবার দুধখালী ইউনিয়ন পরিষদ, বুধবার পাচখোলা ইউনিয়ন পরিষদ ও বৃহস্পতিবার শিরখাড়া ইউনিয়ন পরিষদে একই কর্মসূচি বাস্তবায়ন হবে।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, বাল্য বিবাহ ইভটিজিং ও মাদক এসব অপরাধ এক একটির সাথে জড়িত। তাই জনগণ এই তিনটি অপরাধ দমনে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ ও জেলা প্রশাসন সর্বত্র মানুষের পাশের সেবায় নিয়োজিত থাকবে। এসব অপরাধের বিষয় পুলিশের পাশাপাশি আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনকে অবহিত করুণ। সবাই সজাগ হলে দেশ থেকে ক্রমেই বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদকের কারবার দূর হবে।