• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে বাল্যবিবাহ ও যৌতুক বন্ধে সচেতনতা মূলক সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

 

মাদারীপুরে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুক বন্ধে সচেতনতা মূলক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের শকুনি এলাকা থেকে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আচমত আলী খান কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। 
বাংলাদেশ স্কাউটস, মাদারীপুর জেলার আয়োজনে কাব স্কাউটদের অংশগ্রহণে "বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুক বন্ধে" সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ র‍্যালীর আয়োজন করা হয়।   
মাদারীপুর জেলা স্কাউটস কমিশনার ও পৌর মেয়র খালিদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. মাহাবুব হাসান, সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান প্রমুখ।
মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, জেলায় নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক বন্ধে সবার এগিয়ে আসতে হবে। সবার ঐক্যিক সহযোগিতায় দেশ এগিয়ে যাবে। স্কাউটস সদস্যরা দেশের স্বার্থে কাজ করার তিনি তাদের প্রশংসা করেন। এ সময় তিনি তাদের সার্বিক কল্যান কামনা করেন।