• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে পুলিশের সাথে গণমাধ্যমকর্মীদের সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা (মিট দ্যা প্রেস) অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশের সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশ লাইন্সের ইন হাউজ ট্রেনিং সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
মিট দ্যা প্রেসে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলার পুলিশ সুপার মো. মাহবুব হাসান। এ সময় সামাজিক যোগযোগ মাধ্যম হোয়াটসএ্যাপে গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি গ্রুপ খোলার ঘোষণা দেন তিনি। এর ফলে জেলায় যাবতীয় ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তথ্য বিবরণসহ গ্রুপের মাধ্যমে গণমাধ্যমকর্মীরা পেয়ে যাবে। এ ছাড়াও তিনি অপরাধ দমনে ওই গ্রুপে সাংবাদকর্মীদের তথ্য প্রদান করে বিশেষ সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. শাহজাহান খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবর রহমান বাদল, মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মওলা আকন্দ প্রমুখ।