• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে পুকুর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  


মাদারীপুরে আলোচিত সোহেল হত্যার অভিযুক্ত অন্যতম আসামি ওহাব শেখের জবানবন্দি অনুসারে হত্যার কাজে ব্যবহৃত ৫টি দেশীয় হাতদা উদ্ধার করেছে সিআডি পুলিশ। বুধবার দুপুরে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের পাশে একটি পুকুরে তল্লাসি চালায় এগুলো উদ্ধার করা হয়।
সিআইডি পুলিশের সূত্র জানায়, গত ৯ মে পূর্বশত্রুতা ও রাজনৈতিক জের ধরে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তাঁর সমর্থকরা একই ইউনিয়নের মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে সোহেল হাওলাদারকে কুপিয়ে হত্যা করে। সোহেল ইউপি চেয়ারম্যানের ভাতিজা। এ ঘটনায় চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ ১০ জনের নামে একটি হত্যা মামলা করেন নিহত সোহেলের বড় ভাই বাবু হাওলাদার। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সিরাজুল দুই মাস আত্মগোপনে থাকার পরে ঢাকা উচ্চ আদালত থেকে আগাম জামিন আনেন। জামিনের সময় শেষ হলে গেলে নি¤œ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়। বর্তমানে সিরাজুল কারাগারে রয়েছেন। এই মামলার অন্যতম আসামি ওহাব শেখকে সম্প্রতি ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গত ৩০ অক্টোবর ওহাবকে সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তিনি আদালতে কাছে জবানবন্দি দেন। জবানবন্দিতে ওহাব জানায়, সোহেলকে ধারালো হাতদা দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সেই হাতদা আবার ইউপি ভবনের পাশে একটি পুকুরে ফেলে রাখা হয়। এই মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি পুলিশের পরির্দশক সাঈদ হাসান হাফিজ বলেন, ‘আদালতে আসামির জবানবন্দি অনুসারে পুকুর থেকে ৫টি ধারলো হাতদা উদ্ধার করেছি। মামলা তদন্ত শেষে অতি শিগগিরি অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।’