• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ইলিশ বিক্রি, দুজনকে অর্থদন্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরে ইলিশ বিক্রির অভিযোগে দুজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের কুলপদ্বী, পুরান বাজার ও ইটেরপুল বাজারে অভিযান চালিয়ে ছামাদ ও হালান নামে দুজন অসাধু মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের ছয় হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় তাদের সাথে থাকা পাঁচ কেজি মা ইলিশ মাছ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেয় জেলা মৎস্য কর্মকর্তা, নেজারত ডেপুটি ক্যালেক্টর, পুলিশ বিভাগের কর্মকর্তা ও ফোর্স, জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, বুধবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনের ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার আওতায় আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি, বাজারজাত, মজুদ, পরিবহন বন্ধ থাকবে এবং জেলার সকল হাট-বাজার ও পদ্মা আড়িয়া খাঁ নদের বিভিন্ন ইলিশ মাছ ধরার পয়েন্টে আমাদের এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।