• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে দূর্গাপূঁজা উদযাপন উপলক্ষ্যে পুলিশ সুপারের মতবিনিময়

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ দূর্গাপূঁজা উপলক্ষ্যে জেলার পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা-উপজেলা পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শারদীয় দূর্গাপূঁজা সুষ্ঠু-সুন্দরভাবে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে, মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা দূর্গা পূঁজার সার্বিক বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সভায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, 'জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূঁজা মন্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।'
তিনি আরো বলেন,'পূঁজা মন্ডপের স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে, আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখতে হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূঁজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।'

সভায় আরো  উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, অতিঃ পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), চাইলাউ মারমা, অতিঃ পুলিশ সুপার(ডিএসবি), মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিঃ পুলিশ সুপার(সদর)এবং মাদারীপুর জেলার সকল অফিসার ইনচার্জবৃন্দ এছাড়াও মাদারীপুর জেলার পূঁজা কমিটির অন্যান্য  সদস্যবৃন্দ।