• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে দুই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার নিজস্ব তহবিল থেকে রাজৈর ও সদর উপজেলার দুই হাজার অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়।

গতকাল সোমবার বেলা ১২টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা কমপ্লেক্সে ত্রাণ সহযোগিতার উদ্বোধন করা হয়।

পরে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের কমিটির মাধ্যমে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে এরই মধ্যে রাজৈর উপজেলায় শতাধিক স্থানে হাত ধোয়ার জন্যে সাবানসহ বেসিন স্থাপন করেন।

এছাড়া প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করেন। এছাড়া বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জীবাণুনাশক ছিটিনো কার্যক্রম করেন। যারা হোম কোয়ারেন্টাইনে আছেন, সেসব অসহায় পরিবার ও নিন্মবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর বিতরণ করা হয়।

প্রতি প্যাকেটে ৮ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি তৈল, ১ কেজি ডাল ও ১ কেজি লবনসহ ১৫ কেজির খাদ্য সমাগ্রী দুই হাজার পরিবারকে দেয়া হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, সাবেক সহকারী কমান্ডার ইউসুব আলী মিয়া, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস ছালাম, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক কাজী আনোয়ার হোসেন, পৌর যুবলীগের সভাপতি সোহেল খান, রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুন্সি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান আমান প্রমূখ।