• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে দখল হওয়া খাল উদ্ধার ২৩ ডিসেম্বর

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে আগামী ২৩ ডিসেম্বর দখল হওয়া এক কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তি খাল উদ্ধারে যাবে প্রশাসন। এ নিয়ে অন্তত দেড়শ’ জনকে উচ্ছেদ  নোটিশও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর, রাস্তি ও মহিষেরচর মৌজা পরিদর্শণ করেছে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন জানায়, মাদারীপুর পৌরসভা ও রাস্তি ইউনিয়নের সাথে বয়ে যাওয়া রাস্তি খালটি প্রায় একশ’ বছর ধরে দখলদারদের কবলে। স্থানীয়রা খাল দখল করে গড়ে তুলেছেন বহুতল ভবন। এতে নেই খালের কোন অস্তিত্ব। এজন্য দেড়শ’ জনের নামের তালিকা করে তাদেরকে উচ্ছেদ নোটিশ দিয়েছে প্রশাসন। এরই ধারবাকিতায় আগামী ২৩ ডিসেম্বর পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে উচ্ছেদ অভিযান চালাবে।

তবে এলাকাবাসীর দাবী, উচ্ছেদ করে খাল খনন নয়, নির্মাণ করা হোক ড্রেন ও পাকা সড়ক। অনেকের মালিকানা জমির স্থাপনা সরিয়ে নিতে প্রশাসন নোটিশ দিয়েছে বলেও অভিযোগ করেন। তবে, কেউ যাকে ক্ষতিগ্রস্থ না হয় এসব দিক বিবেচনা করে এই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা ম্যাজিস্টেট ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।