• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে জেলেদের মাঝে চাল বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। জেলার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জেলেদের মাঝে মঙ্গলবার(২০ অক্টোবর) দুপুরে এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

জানা গেছে, ইলিশ রক্ষায় ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময় ইলিশ ধরা থেকে জেলেদের বিরত থাকতে জেলা মৎস বিভাগসহ প্রশাসন সচেতনতামূলক সভা করছে জেলাজুড়ে। এবং ইলিশ আহরন থেকে বিরত থাকা জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,'ইলিশ রক্ষায় জেলার নদ-নদীতে অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া যে সকল জেলেরা মাছ ধরা থেকে বিরত রয়েছে তাদের জন্য সরকারি ভাবে চাল বরাদ্দ রয়েছে। যা বিতরণ করা হচ্ছে।'

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, মস্তফাপুর ইউপি চেয়ারম্যানসহ অন্যরা।