• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে জেলা পুলিশের কাবাডি প্রতিযোগিতা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  


মাদারীপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০২০ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা আচমন আলী খান স্টেডিয়াম মাঠে এ খেলার উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সাংসদ ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। উদ্বোধনী খেলায় মাদারীপুর সদর মডেল থানা দল ২৭-২৫ পয়েন্টে শিবচর থানা দলকে পরাজিত করে। 
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা পুলিশ প্রশাসন কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ সোমবার সকালে একই স্থানে এ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানায়, গ্রামবাংলার জনপ্রিয় খেলা কাবাডি। খেলাটি ধরে রাখতে মাদারীপুর পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হয় দুই দিনের কাবাডি প্রতিযোগিতা। এতে জেলার চারটি উপজেলার পাঁচটি থানার মোট ১০টি দল অংশ নেয়। হাড্ডাহাড্ডি প্রযোগিতায় ফাইনাল পর্বে জায়গা করে নেয় সদর মডেল থানা ও রাজৈর থানা দল। এছাড়াও নারী দলের মধ্যে ফাইনাল খেলার জায়গা করে নেয় সদর মডেল থানা দল ও শিবচর থানা দল।
এ খেলার মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন খেলোয়াড়েরা। কাবাডি খেলা দেখতে আচমন আলী খান স্টেডিয়াম মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ। ডিসিব্রিজ এলাকার শাহাদাত হোসেন নামে একজন দর্শক বলেন, ‘কাবাডি খেলা শ^াসরুদ্ধকর একটি খেলা। এ খেলায় খেলোয়াড়েরা অনেক চৌকস বুদ্ধির হতে হয়। তারা দম বন্ধ করে প্রতিপক্ষকে ঘায়েল করতে মরিয়া হয়ে ওঠে। আর যখন প্রতিপক্ষ দলের সদস্যরা তাকে ধরে ফেলে তখন একটা দারুণ দৃশ্যের সৃষ্টি হয়। এই খেলা দেখে আমার অনেক ভালো লাগেছে। পুলিশ প্রশাসনের এ আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে আমরা আশা রাখছি।’
প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-২ আসনের সাংসদ ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘কাবাডি খেলা আমাদের জাতীয় খেলা। আন্তর্জাতিক পর্যায়েও এই খেলার আয়োজন করা হয়। তাই আমাদের এই খেলাকে বাঁচিয়ে রাখতে হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, ‘জাতির পিতা বন্ধুবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পুলিশ সদস্যসহ গ্রাম-অঞ্চলের তরুণ-যুবকেরা এ খেলায় অংশ নিয়েছেন। তাঁরা এ প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন, এটাই আমাদের উদ্দেশ্যে।’
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন প্রমুখ।