• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে জাতীয় স্মার্ট কার্ড বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঠাকুরদী, চিড়াইপাড়া, উত্তর চিড়াইপাড়া ও করদী এলাকার জনগণের মাঝে সরকারের দেয়া জাতীয় স্মার্ড কার্ড বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় আলহাজ্ব¦ ডা: মো: সিরাজুল হক সরদারের বাড়ীর সামনে সারিবদ্ধভাবে জাতীয় স্মার্ড  কার্ড বিতরণ করা হয়।

এসময় ঘটমাঝি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য নয়ন সরদার বলেন, ২০১৯ ও ২০২০ সালে অত্র এলাকার যারা ছবিসহ ভোটার নিবন্ধন করেছেন, এদের মধ্যে ১৯৩ জনকে ভোটার স্লীপ জমা রেখে কার্ড দেওয়া হয়েছে। ‘মুজিববর্ষে সরকার জনগণের দৌড়গোড়ায় জাতীয় স্মার্ট কার্ড পৌঁছে দিচ্ছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাচ্ছি।

নয়ন আরো বলেন, সরকারের দেয়া অবকাঠামা উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, গভীর নলকূপ স্থাপন, সড়ক বাতি, বয়স্কভাতা, খাল পুন:খনন, ন্যায্যমূল্যে ভোগপণ্য বিতরণ, ১০ টাকা দরে চাল, মাতৃত্বকালীন ভাতাসহ নানা উন্নয়নমূলক কাজ পরিষদের মাধ্যমে আমি করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি শ্রদ্ধা ও ভালবাসা রেখে আমি জনগণের সেবা করতে চাই। জনগণের পাশে আমি ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।

স্মার্ট জাতীয় কার্ড নিতে আসা কবির খান বলেন, জাতীয় স্মার্ট কার্ড পেয়ে খবু ভালো হয়েছে, যেকোন কাজ করতে জাতীয় পরিচয়পত্র লাগে।