• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে শনিবার মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তাপস ফলিয়া সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.আজহারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র চৌধুরী নুরুল আলম বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদার, প্রসিসেসের প্রধান সমন্বয়ক আবির মো. ইমরান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, জাতির পিতার দেখানো পথ অনুসরণ করে আওয়ামী লীগ সবসময়ই দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে। সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতার প্রচলন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধিক্ষেত্র, বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। শিশু (সংশোধন) আইন ২০১৮, মানসিক স্বাস্থ্য আইন ২০১৮, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ প্রণয়নসহ অসহায় মানুষের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারকরণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কল্যাণধর্মী কর্মসূচি পালন করা হচ্ছে।