• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে জাটকা জব্দ, বিক্রেতাকে জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে একশত কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জাটকা বিক্রির দায়ে তিন ব্যক্তিকে আটক করে ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

জেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) সকলে জেলা শহরের পুরানবাজার এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের টিম ও জেলা মৎস অফিস অভিযান পরিচালনা করে। এসময় বাজার থেকে ১শত কেজি জাটকা জব্দ করে। এবং জাটকা বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।

অভিযানের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন,জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ ব্যাটেলিয়ান আনসার-২০ এর সদস্যরা উপস্থিত ছিলেন।  জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও সরকারি শিশু সদনে বিতরণ করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান,' জাটকা বিক্রি বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।'