• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ জুন ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে গাঁজাসহ মো. গোলাম রসূল (৫২) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮। সোমবার রাতে  সদর থানাধীন নতুন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সে যশোর জেলার বেজপাড়া এলাকার মৃত তবিবুর রহমানের ছেলে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে সদর থানাধীন নতুন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. গোলাম রসূলকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাসি করে ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২ সীমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।