• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসি’র স্বেচ্ছাসেবা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ মোকাবেলায় সচেতনামূলক স্বেচ্ছাসেবা সপ্তাহ শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে মাদারীপুর সরকারি কলেজ মাঠে এই সেবা সপ্তাহের উদ্বোধন করে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আয়োজনে অনুষ্ঠানে যোগ দেন খুলনা সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার মেজর মো. জসিম উদ্দিন, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক প্রফেসর বেবতি মোহন সরকার।

আলোচনা সভা শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদিক্ষন শেষে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ, লিফলেট বিতরণ ও সচেতনা বৃদ্ধিতে জনগণকে উদ্বৃত্ত করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা থাকতে সবাইকে সতর্ক থাকার আহবান জানান মাদারীপুর সরকারি কলেজ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, সরকারি রাজৈর ডিগ্রি কলেজ ও ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুন রিজেমেন্টের সদস্যরা।