• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে করোনা প্রতিরোধে মাঠে সেনাবাহিনীর সদস্যরা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

 

মাদারীপুরে করোনা ভাইরাস মোকাবেলায় সেনাবাহিনীর সদস্যদের টইল অব্যাহত রয়েছে। সোমবার সকালে সদরের ইটেরপুল,পুরানবাজার, চৌরাস্তাসহ বিভিন্ন হাটবাজারে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। এ সময় তারা অপ্রয়োজনে বাইরে চলাফেরা করছে এমন মানুষদের হ্যান্ড মাইকিং করে সতর্ক করেন। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সেনাবাহিনীর কর্মকর্তারা। বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিমের প্রধান ক্যাপ্টেন লায়লাতুল
আসিফ জানান, সাধারণ মানুষ যাতে সামাজিক দুরুত্ব বজায় রেখে জনসমাগম এড়িয়ে চলে এ বিষয়ে সকলকে সতর্ক করা হচ্ছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত হাত ধোঁয়া, বাইরে চলার ক্ষেত্রে মাস্ক ব্যবহার করাসহ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এই করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব।