• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে করোনা ঠেকাতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জরুরী সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  


মাদারীপুরে করোনা ভাইরাসের সংক্রমন রোধে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় করোনা ভাইরাস রোধে সকলকে একসাথে কাজ করার আহবান জানান সভায় অংশ নেয়া স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান এমপি। অপকারনে এখনো যারা বাইরে ঘোরাফেরা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয় হয়। এছাড়া হতদরিদ্র মানুষের মাঝে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে বলেও জানান কর্মকর্তারা।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, সিভিল সার্জণ ডা. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খানসহ সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ জনের মধ্যে এক বৃদ্ধ মারা গেছেন। বাকি ৯জন সুস্থ্য হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। ফলে জেলায় বর্তমানে আর কোন রোগী নেই।
এদিকে সকালে সদর উপজেলার কালিকাপুরে সৌদি প্রবাসী নজরুল ইসলাম খানের উদ্যোগে ও স্থানীয় যুব সমাজের সহযোগিতায় অসহায় হতদরিদ্র ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবন, পিয়াজ, সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।