• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার দুই

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ইয়াবার বড়ি ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। শনিবার মধ্যরাতে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, রাজৈর পৌর এলাকার মৃত রাশেদ আকনের ছেলে মো. ফিরোজ আকন (৩৫) ও মৃত হানিফ শেখের ছেলে আলম শেখ (৩০)।
র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সূত্র জানায়, ফিরোজ আকন দীর্ঘদিন ধরে রাজৈর এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদক সরবারহ করে আসছিল। ফিরোজকে মাদক ব্যবসায় সহযোগিতা করতো আলম শেখ। শুক্রবার রাতে তাঁরা ইয়াবা ও গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে পশ্চিম রাজৈর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ফিরোজ ও আলমকে হাতেনাতে র‌্যাব আটক করে। পরে তাদের শরীর তল্লাসি করে ৫৩টি ইয়াবার বড়ি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিবিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে রাজৈর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা শেষে আসামিদের রাজৈর থানায় হস্তান্তর করেছে।’