• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

মাদারীপুরে আগুনে পুড়ে গেল বসতঘর ও গবাদিপশু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯  

 

মাদারীপুরে অগ্নিকান্ডে একটি বসতঘরসহ ৭টি ছাগল পুড়ে গেছে। গতকাল সদর উপজেলার সৈদারবালী এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকান্ডেতাদের তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, রাত ১১ টার দিকে সৈদারবালী এলাকার হোসেন নপ্তির রান্না ঘর থেকে আগুনের ধুয়া দেখতে পান স্থানীয়রা। আগুন মূহুত্তেই ঘরের পারিপাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় নলকূপ ও ডোবা থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর মধ্যেই হোসেন নপ্তির বসতঘর পুড়ে যায়। আগুনের হাত থেকে রক্ষা পায়নি হোসেন নপ্তি গবাদিপশুগুলো। আগুনের পুড়ে মরে যায় ৭টি ছাগল। 
ক্ষতিগ্রস্ত হোসেন নপ্তি বলেন, ‘আমি কৃষি কাজ করি। গবাদিপশু লালন-পালন করে যা আয় হয় তা দিয়েই চলে আমার সংসার। আগুনে আমার সব কিছু কেড়ে নিল। ৭টি ছাগল, ঘরের আসবাবপত্র, নগদ টাকা সব শেষ। পুড়ে শেষ হয়ে গেছে সবকিছু। আমি নিঃস্ব হয়ে গেলাম।’
প্রতিবেশী শামীম হাওলাদার বলেন, রাতে আগুন আগুন চিৎকার শুনে আমরা দৌড়ে হোসেনের বাড়ি যাই। গিয়ে দেখি ঘরে দাউ দাউ করে আগুন জ¦লছে। আমরা আগুন নিভাতে অনেক চেষ্টা করি। আমাদের সাথে ফায়ার সার্বিস যোগ দিলে এ ঘন্টা চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রনে আসে। তবে আগুনে ওই ঘরের সব কিছু পুড়ে গেছে। গবাদিপশুগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটিকে সরকারি সহযোগিতার করার আবেদন জানাচ্ছি।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিত্য গোপাল সরকার বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। আমরা প্রাথমিক ধারণা করছি হোসেন নপ্তির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি ভাষ্য মতে তাদের তিন-চার লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’