• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন কলেজের নাম পরিবর্তন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

 

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এর সরকারী পত্রে মাদারীপুর সরকারী নাজিম উদ্দিন কলেজের নাম পরিবর্তনের পত্রটি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে দাখিল করা হয়। প্রধানমন্ত্রী উক্ত পত্রের প্রেক্ষিতে মাদারীপুর সরকারী নাজিম উদ্দিন কলেজের নাম পরিবর্তন করে ‘ মাদারীপুর সরকারী কলেজ’ করার জন্য অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭  মো. রফিকুল আলম শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য  ২ ডিসেম্বর এর ৫৩৯ নম্বর স্মারকে আবহিত করেছেন।
সরকারী নাজিম উদ্দিন কলেজের নাম পরিবর্তন করে মাদারীপুর সরকারী কলেজ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মাদারীপুরের শিক্ষা সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ও কলেজের সাবেক শিক্ষার্থীরা। স্বাধীন বাংলাদেশে সরকারি কোন কলেজের নাম পাকিস্তানিদের নামে থাকতে পারে না।
কলেকটির বাংলা বিভাগের প্রধান সাইদুর রহমান বলেন, ‘র্দীঘ দিন ধরে আমরা এ কলেজের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলাম। কেননা এ কলেজের নামটি পাকিস্তানিদের শাসক খাজা নাজিমউদ্দিনের নামে। আমরা স্বাধীনতার শক্তিকে জাগ্রত করতে ওই নাম পরিবর্তন করতে চেয়েছি। যা মাননীয় প্রধানমন্ত্রী এখন অনুমোদন দিয়েছেন। এখন শিক্ষা মন্ত্রনালয় থেকে নির্দেশনা পেলেই আমরা নামটি পরিবর্তন করতে পারবো।’