• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুর সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণে অর্থ বিভাগের সম্মতি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে পুরনো ১০০ শয্যার ভবনসহ নবনির্মিত ১৫০ শয্যার ভবন চালুকরণে জেলা সদর হাসপাতালকে আড়াইশ’ শয্যায় উন্নীতকরণে জন্য প্রশাসনিক কাজের অগ্রগতি হয়েছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হয়েছে। গত ৩ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা-৬ শাখার পক্ষ থেকে সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন মাদারীপুর সদর হাসপাতালকে ১০০ থেকে আড়াইশ’ শয্যায় উন্নীতকরণ ও সেবা চালুকরণে অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হলো। এ সংক্রান্ত সকল বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন অবশ্যই পালন করতে হবে।

উল্লেখ্য, হাসপাতালটি আড়াইশ’ শয্যায় উন্নীতকরণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের অনুমতি পাওয়ার পর স্বাস্থ্য বিভাগ থেকে জনবল অর্থাৎ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ার পরই চালু করা সম্ভব হবে। মাদারীপুরের মানুষের দীর্ঘদিন দাবী পূর্ণাঙ্গ আড়াইশ’ শয্যার জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটি বৃহৎ আকারে চালু করা হলে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরো অগ্রগতি হবে।

এ সম্পর্কে মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, হাসপাতাল নির্মান হয়েছে প্রায় এক বছরের বেশি সময় হয়ে গেছে। হাসপাতালটি আরও আগেই চালু হতো। করোনা মহামারি কারণে হাসপাতালটি এতদিন চালু করা সম্ভব হয়নি। আউটসোরসিং এর মাধ্যমে ইতিমধ্যে জনবল নিয়োগের কাজ শেষ হয়েছে। দপ্তরিক কাজও প্রায় শেষের দিকে। আশা করছি খুবই দ্রুত আড়াইশ শয্যার হাসপাতালটি চালু হচ্ছে।