• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুর সদর মডেল থানায় আগুন নেভানোর মহড়া

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নিনির্বাপক ও উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর মডেল থানা প্রাঙ্গনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অগ্নিকাণ্ডে অনাকাঙ্ক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা পেতে এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। এতে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ সদস্য এবং মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যগণ অংশগ্রহণ করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাস মিঞা বলেন, মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশ সদস্যদের যৌথ অংশগ্রহণে কর্মশালাটি সম্পন্ন হয়েছে। মূলত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে এই কর্মশালাটির আয়োজন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এই কর্মশালার মাধ্যমে যেকোন প্রকার অগ্নুৎপাতের শুরুতেই কিভাবে আগুন নির্বাপন করা যায় সে ব্যাপারে প্রশিক্ষণ নিতে পারবে। এই প্রশিক্ষণের মহড়া থেকে অর্জিত জ্ঞান পরবর্তীতে অগ্নি-দূর্ঘটনার সময় জনসাধারণের সাহায্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।