• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

মাদারীপুর র‌্যাব-৮ এর অভিযানে ১ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর র‌্যাব অভিযান চালিয়ে গোপালগঞ্জের কাশিয়ানি থেকে ইয়াবাসহ আসিফ শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়।

জানা গেছে, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন হাতিয়ারা গ্রামে অভিযান পরিচালনা করে আসিফ শেখ(১৮) কে আটক করে। আটককৃত আসিফ কাশিয়ানী উপজেলার হাতিয়ারা গ্রামের মৃত হানিফ আলী শেখের পুত্র।

এসময় আটককৃত আসামীর নিকট হতে ২২(বাইশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০২টি সীমকার্ড উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে  গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।