• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুর পুলিশ সুপার সুব্রাত কুমার হালদারের পিপিএম পদক লাভ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর পুলিশ সুপার সুব্রাত কুমার হালদার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদক পেয়েছেন। রাজারবাগ পুলিশ লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদক পরিয়ে দেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদান, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলা রক্ষায় প্রশংসিত হওয়ায় মাদারীপুর পুলিশ সুপার  সুব্রাত কুমার হালদার২০১৯ সালের বাংলাদেশ পুলিশের বার্ষিক কুচকাওয়াজে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) প্রদান করা হয়েছে। এদিকে, এ খবরে মাদারীপুরের জনসাধারণসহ পুলিশ সুপারের শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। ফেসবুক, এসএমএস ও ফোন কলসহ নানাভাবে অভিনন্দন বার্তায় সিক্ত হচ্ছেন তিনি। পুলিশ সুপার সুব্রাত কুমার হালদার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক, পুলিশের সব সিনিয়র অফিসার, সহকর্মী ও প্রিয় মাদারীপুর বাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।মাদারীপুর পুলিশ সুপার হিসেবে যোগদান করে সুব্রাত কুমার হালদার জেলার আইনশৃংঙ্খলার উন্নয়ন, সন্ত্রাস-মাদক নির্মূলে কঠোর অবস্থান ও কমিউনিটি পুলিশিংসহ জনসম্পৃক্ত বিভিন্ন ভূমিকা পালন করে প্রশংসা অর্জন করেন।