• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শীত আয়োজন

মাটন বিরিয়ানি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

উপকরণ:

বাসমতি চাল ১ কেজি, খাসির মাংস ২ কেজি, পেঁয়াজ স্লাইস ১ কাপ, আদা-রসুনবাটা ২ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, ধনে-জিরাগুঁড়া ১ চা-চামচ, গোল মরিচগুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, দারুচিনি-এলাচ ৪-৫টি, শাহিজিরা ১ চা-চামচ, পোস্তদানাবাটা ২ চা-চামচ, পেস্তাবাদামবাটা ২ টেবিল-চামচ, জায়ফল জয়ত্রিবাটা আধা চা-চামচ, কাঁচামরিচ ১০-১২টি, আলু ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, গরম মসলাগুঁড়া ১ চা-চামচ, আলু বোখারা ৭-৮টি, কিশমিশ ১০-১২টি, গুঁড়াদুধ ১ কাপ, টকদই আধা কাপ, দারুচিনি-এলাচ ৩-৪ টুকরা, লবঙ্গ ৩-৪টি, তেজপাতা ২টি, সরিষার তেল ২ কাপ, কেওড়া পানি ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি:

প্রথম পর্যায় : মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আলু সিদ্ধ করে সামান্য হলুদ-লবণ মিশিয়ে হালকা ভেজে নিন। একটি পাত্রে মাংস, টকদই, লবণ ও সব বাটা-গুঁড়া মসলা ভালো করে মিশিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। হাঁড়িতে তেল গরম করে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ হালকা ভেজে পেঁয়াজ বাদামি করে ম্যারিনেট করা মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে ২-৩ কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে মাঝারি আঁচে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে এলে তেল ছেঁকে তুলে রাখুন।

দ্বিতীয় পর্যায় : এবার ওই হাঁড়িতে মাংসের তেল, চালের দেড়গুন পানি, গুঁড়া দুধ ও লবণ দিন। চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়ির পানি ফুটে উঠলে চাল, কাঁচামরিচ, দারুচিনি এলাচ, আলু বোখারা দিয়ে নেড়ে মৃদু আঁচে ২০ মিনিট রান্না করুন। চালের পানি শুকিয়ে থক থকে হয়ে এলে রান্না করা মাংস, আলু, কিশমিশ দিয়ে ১০ মিনিট দমে রাখুন। এবার কেওড়া পানি ছিটিয়ে চাল, মাংস ওপর নিচ করে ভালো ভাবে মিশিয়ে ২-৩ মিনিট পর নামিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন মাটন বিরিয়ানি।