• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মহাসড়কের যাত্রীদের দৃষ্টি কেড়েছে মসজিদটি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের সামনে নির্মানাধীন এই মসজিদটি মহাসড়কে যাতায়াতকারী যাত্রীসহ স্থানীয়দের দৃষ্টি কেড়েছে। দৃষ্টিনন্দন এই মসজিদটি স্থানীয়দের কাছেও সৌন্দর্যতম মসজিদ হিসেবে নজর কেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর এলাকায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের সামনে মহাসড়কের পশ্চিমপাশে নির্মিত হচ্ছে মসজিদটি। সরকারি অর্থায়নে নির্মানাধীন মসজদটির কাজ প্রায় শেষের পথে রয়েছে। অবকাঠামো নির্মান শেষে মসজিদটির সাদা রঙ যেন সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছে। মহাসড়ক দিয়ে পরিবহনে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের দৃষ্টি আকর্ষন করছে মসজিদটি। মসজিদটি দেখে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

স্থানীয় একাধিক ব্যক্তির সাথে আলাপ করলে তারা জানান,' অত্র এলাকাতে এরকম ডিজাইনের কোন মসজিদ নেই। নতুন এবং ব্যতিক্রম ডিজাইনের এই মসজিদটি সত্যিকার অর্থেই চমৎকার। জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী মসজিদটির নির্মান কাজের উদ্বোধন করেন। মহাসড়কের পাশে একাবারে রাস্তার কাছেই মসজিদটির অবস্থান। এর ঠিক পেছনেই রয়েছে ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। আশেপাশে এত বড় কোন মসজিদও নেই। মসজিদটিতে আশেপাশের এলাকার মানুষ, সূর্যনগর বাজার ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নামাজ পড়তে পারবে।

ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা জানায়,'এই মসজিদের ফলে কলেজের সৌন্দর্যও বেড়েছে। তাছাড়া প্রায় সময়ই বিভিন্ন স্থানের লোকজন মসজিদটিকে দেখতে আসেন। মহাসড়কটিও সুন্দর, ঝকঝক ও দৃষ্টিনন্দন। একইভাবে মসজিদটিও সৌন্দর্যের প্রতীক হয়ে মহাসড়কের পাশে যেন দাঁড়িয়ে আছে। আধুনিক ডিজাইনের এই মসজিদটি পেয়ে আমরা গর্বিত।'

এদিকে গত ২৯ নভেম্বর শিবচর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শিবচরে আসেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। অনুষ্ঠানে যোগদানের আগে তিনি শিবচরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এসময় মসজিদটিও ঘুরে দেখেন তিনি।  এবং এক্সপ্রেস ওয়ের পাশে দৃষ্টিনন্দন মসজিদটি দেখে মুগ্ধ হন তিনি।

মসজিদটির সামনে প্রশস্ত বেশ জায়গা নিয়ে নির্মিত হচ্ছে। অবকাঠামো নির্মানের কাজ শেষ হয়েছে। তবে ভেতরের বিভিন্ন কাজ চলছে। সামনেও টাইলস্ বসানোর কাজ চলমান রয়েছে। শীঘ্রই মসজিদটির কাজ শেষ হবে বলে জানা গেছে।