• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মহাসড়কের ইজিবাইক-মাহিন্দ্র চলাচল করলে কারাদন্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ জুন ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে ইজিবাইক-মাহিন্দ্রসহ অবৈধ যানবাহন চলাচল করলে ৩ মাসের জেল বা ২০ হাজার টাকা জরিমানা বা ইভয় দন্ডে দন্ডিত হতে পারে বলে জানিয়েছেন মাদারীপুরের হাইওয়ে পুলিশ। সোমবার দুপুরে হাইওয়ে পুলিশের মস্তফাপুর ক্যাম্পের উদ্যোগে টেকেরহাট বাসস্ট্যান্ডে অটো মাহিন্দ্রার মালিক ও চালকদের সাথে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভায় এ সব কথা বলা হয়।

হাইওয়ে পুলিশ জানান, যদি কোনো ব্যক্তি ৪৬ এর উপ ধারা (৪) এর বিধান লঙ্ঘন করেন, তাকে ৩ মাসের জেল বা ২০ হাজার টাকা জরিমানা বা ইভয় দন্ডে দন্ডিত হতে পারে এছাড়াও চালকের ১ পয়েন্ট কাটা জেতে পারেও বলে জানানো হয়।

এ সময় মস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ দীন মোহাম্মদ সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষে রাজৈর টেকেরহাটের চালকদের অনুরোধ করেন। তাদের হাইওয়ে সড়কে তিন চাকার যানবাহন না চালানোর জন্য অনুরোধ করেন। এ সময় তাদের ফিডার রোড় ব্যবহার করার জন্য তিনি বলেন, অটো মাহিন্দ্র ইজিবাইক ড্রাইভারাসহ যারা এই আইন না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ড্রাইভার ও মালিকদের সচেতন হওয়ার জন্য তিনি এ সময় লিফলেট বিতরণ করেন ডাইবার ও মালিকদের মাঝে।