• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ভুয়া ডাক্তার, র‌্যাবের অভিযান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ জুন ২০২০  

বৈশ্বিক মহামারি করোনাকালেও থেমে নেই জালিয়াত চক্রের জালিয়াতি। এবার খোদ রাজধানীর সুপরিচিত মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ভুয়া চিকিৎসকের সন্ধান পেয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৮ জুন) দুপুর সোয়া ১২টায় হাসপাতালটিতে ভুয়া চিকিৎসকের তৎপরতা এবং হাসপাতালে নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে র‌্যাব-৩-এর একটি দল। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, করোনাকালীন সময়ে হাসপাতালগুলোতে বিভিন্ন অনিয়মের খবর পাওয়া যায়। এ সুযোগে ভুয়া চিকিৎসকের অপতৎপরতা নজরদারি করছে গোয়েন্দা সদস্যরা। তিনি আরও বলেন, ভুয়া চিকিৎসক থাকাসহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টায় মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।