• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ জুন ২০২০  

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২০ জুন) বিকাল থেকে ভারত সরকারের লকডাউন ঘোষণার ৮০দিন পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে, বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের যাতায়াত এখনো বন্ধ রয়েছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক আমির হামজা জানান, ২৫ মার্চ থেকে ভারতের লকডাউন ঘোষণা করায় ভারত-বাংলাদেশ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সকাল থেকে উভয় দেশের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কর্মকর্তাদের আলোচনান্তে বিকাল ৩টা থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

এ ব্যাপারে, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ভারত জুড়ে লকডাউনের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ থাকলেও ভোমরা শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা রয়েছে এবং অফিসিয়াল কার্যক্রমও চলছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বিশ্বজিত সরকার জানান, পাসপোর্ট যাত্রী যাতায়াত এখনো বন্ধ রয়েছে।