• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

ভার্চুয়াল আদালতে সাড়ে ৬১ হাজার আসামির জামিন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ জুন ২০২১  

ভার্চুয়াল আদালত শুরুর ৩৯ কার্যদিবসে ১ লাখ ২০ হাজার ১৮১টি জামিন আবেদনের শুনানি করে ৬১ হাজার ৬৩০ জন আসামিকে জামিন দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বৃহস্পতিবার (১০ জুন) বিষয়টি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ৩৯ কার্যদিবসে ১ লাখ ২০ হাজার ১৮১টি জামিন আবেদনের শুনানি করে ৬০ হাজার ৪৮৯ আসামিকে জামিন দেন দেশের বিচারিক আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা। গত ৯ জুন দেশের অধস্তন ও বিচারিক আদালতগুলোতে ২ হাজার ৪৯০টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানি শেষে ১ হাজার ১৪১ জন হাজতিকে মুক্তি দেয়া হয়।

করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ৫ এপ্রিল সীমিত পরিসরে কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বেঞ্চ অনেকাংশেই ভার্চ্যুয়ালি পরিচালনা করা হচ্ছে। এছাড়া দেশের মহানগর ও জেলা আদালতগুলোতে একটি করে ম্যাজিস্ট্রেট কোর্টে ভার্চুয়ালের পাশাপাশি কিছু কিছু আদালত শারীরিক উপস্থিতির মাধ্যমে মামলা পরিচালনা করছেন।