• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ভারতের পুলিশের মাথায় করোনা!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচারণায় অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের চেন্নাইয়ের পুলিশ। স্থানীয় এক শিল্পীর সঙ্গে সমন্বয় করে রাজ্যের পুলিশ বিভাগ করোনাভাইরাসের আদলে হেলমেট তৈরি করেছে। লকডাউনের মধ্যেও যারা বাড়ির বাইরে বের হচ্ছে তাদেরকে ফেরাতে পুলিশ সদস্যরা এই ‘করোনা হেলমেট’ পরে দায়িত্ব পালন করছেন।

হেলমেটের নকশাকারী শিল্পী গৌতম ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘বিপুল সংখ্যক মানুষ করোনাভাইরাসের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না। অপরদিকে পুলিশ সদস্যরা ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে জনগণকে বাড়িতে থাকা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন।’

তিনি বলেন, ‘আমি একটি ভাঙ্গা হেলমেট ও কাগজ দিয়ে এটি তৈরির পরিকল্পনা করি। আমি বহু সচেতনতামূলক স্লোগান লেখা প্ল্যাকার্ড তৈরি করে পুলিশের কাছে দিয়েছি।’

সড়কে ২৪ ঘন্টা দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা জানিয়েছেন, মানুষকে সচেতন করতে হেলমেটটি উপকারী বলে প্রমাণিত হয়েছে।

পুলিশের পরিদর্শক রাজেশ বাবু জানান, এই পদ্ধতিটি ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

তিনি বলেন, ‘এই হেলমেটটি একটি ভিন্ন কিছু করার প্রচেষ্টা। আমি যখন এটি পরি তখন করোনাভাইরাস নিয়ে ভাবনা পথচারীদের মনে উদয় হয়। বিশেষ করে শিশুরা এটি দেখার পর ভয় পায় এবং বাড়ি ফিরে যেতে চায়।’