• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বড়াইগ্রামে জামায়াতের ১৫ নেতাকর্মী কারাগারে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০  

নাটোরের বড়াইগ্রামের গোপন বৈঠক করার সময় একটি মসজিদ থেকে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারিসহ দলের ১৫ নেতাকর্মীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার দেখিয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানযীম আলম তাবাসসুমের আদালতে হাজির করা হয়। বিচারক শুনানি শেষে গ্রেফতারকৃত সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

রোববার রাত ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার জালশুকা জামে মসজিদ গোপন বৈঠক কারার সময় নাটোর সিটি কলেজের অধ্যক্ষ ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি দেলোয়ার হোসেন খান, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকসহ ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ধর্মীয় বই, দলের চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়েছে।